শৌচাগারে নারী ভোটারের বুথ, কমোডে ব্যালট বাক্স
শৌচাগারের একটি হাইকমোডে বসে দায়িত্ব পালন করেছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লুত্ফা বেগম। তাঁর সহযোগী জুলফিকার আলী ও অজিদা আক্তার বসেছেন শৌচাগারের সরু প্রবেশদ্বারে। পাশের আরেকটি শৌচাগারের কমোডে রাখা হয়েছে ব্যালট বাক্স। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের ৮ নম্বর আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথ এটি। স্কুলের শৌচাগারটি ভোটকেন্দ্রের একটি বুথ হিসেবে ব্যবহার করা হয়। আর ওই বুথটি রাখা হয়েছে নারী ভোটারদের জন্য। ভোটকেন্দ্রের প্রার্থীর এজেন্টরা ছিলেন মাঠে। আর...
Posted Under : Health News
Viewed#: 13
See details.

